সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) প্রসব বেদনা নিয়ে আসা দরিদ্র পরিবারের গর্ভবতী মাকে চিকিৎসক সেবা না দিয়ে বিতারিত করায় দায়িত্বে থাকা পরিদর্শিকা সেলিনা বেগমসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল রোববার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহরের ডিবি রোডে নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ সেকেন্দার আজম, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, ছাত্রফন্টের সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকী, শিশু কিশোর মেলা সংগঠক উম্মে নিলুফা তিন্নি, প্রভাষক শহীদুল্লাহেল কবীর ফারুক, সাপ্তাহিক আমাদের গাইবান্ধা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, জাহিদ কামাল, সালাউদ্দিন কাশেম, ফারহান শেখ, আসাদুজ্জামান মিলন, জিয়াউর রহমান জিয়া প্রমূখ।