রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন ও বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় তিনি বেলকা ইউনিয়নের বাধঁ পরিদর্শন করেন। উপরে অবস্থানরত বানভাসী মানুষের সাথে কথা বলেন।
এরপর জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেলাকা এলাকায় বানভাসী ৫শ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, চিড়া, ডাল, চিনি, তেল, নুডুস, লবন সমৃদ্ধ প্যাকেট বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবু, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম ইদ্রিস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ শাকিল আহম্মেদ, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খলীল উল্লাহ সহ স্থানীয় গণমাণ নেতৃবর্গ।