শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভা গতকাল রোববার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল ও ইদ্রিসউজ্জামান মোনা, শাহাবুল শাহীন তোতা, আব্দুল মান্নান চৌধুরী, আসাদুজ্জামান মামুন, উত্তম সরকার, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম বাবু, ফেরদৌস ইসলাম খান, ফজলে রাব্বি মন্ডল প্রমুখ।
সভায় আগামী ৭ মে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে কতিপয় সিন্ধান্ত গ্রহন করা হয়।