শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক আবু জাফর সাবু গত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান এবং ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন, ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব, প্রীতি সম্মিলনীর আয়-ব্যয়ের হিসাব এবং ২০২১ সালের আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া সভায় আগামী ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় ত্রি-বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস ইসলাম খান, এবিএম ছাত্তার, ।