বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার সকালে পৌর হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
পৌরসভার মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রোখছানা বেগম। বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ হানিফ সরকার, পৌর কাউন্সিলর এ জেড মহিউদ্দিন রিজু, শহীদ আহমেদ, কামাল হোসেন, রাকিবুল হাসান সুমন, শেখ শাহীন প্রমুখ।
সভায় পৌরসভার সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এ সময় মেয়র পৌরসভার উন্নয়নে প্রধান অতিথির সার্বিক সহযোগিতা কামনা করেন।