শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আখম আক্তারুজ্জামান, সঙ্গ প্রকল্পের অপারেশন লিডার মোঃ নুরুল ইসলাম রেজা, জেলা পুষ্টি কমিটির সঙ্গ প্রজেক্টের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজওয়ান হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, আব্দুস সালাম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, জেলায় সকল নাগরিকের পুষ্টি আস্থার উন্নতি ধারণ করতে হবে। তিনি বলেন, শিশু, কিশোর, গর্ভবর্তী ও দুগ্ধদানকারী মাসহ সকলকে বৈচিত্র্যপূর্ণ পর্যাপ্ত ও মান সম্মত নিরাপদ সুষম খাদ্য ও স্বাস্থ্য সম্মত খাদ্যাভ্যোস নিশ্চিত করতে হবে।