বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার মুজিব বর্ষ উপলক্ষে গত মঙ্গলবার রাতে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণিকা প্রকাশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্মরণিকা উপ-কমিটির আহবায়ক অমিতাভ দাশ হিমুন এতে সভাপতিত্ব করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা ক্রীড়া সংস্থার গোলাম মারুফ মনা, মাসুদুল হক মাসুদ, ফিরোজ খান, কুদ্দুস আলম, সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম বাবু, আরমান হোসেন প্রমুখ।