বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় সমন্বয় কমিটির সদস্য জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্যরা অংশ নেন। সভায় কৃষি, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভাগ, মৎস্য, পশু সম্পদ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পুলবন্দিতে বিজয় তোড়ন নির্মাণ, সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতি মুক্ত করতে কমিটি গঠন, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়ক এবং গাইবান্ধা শহরের ফোরলেন সড়কের নির্মাণ কাজ দ্রুত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা বিষয়ক ভিত্তিক তথ্য উপস্থাপন করেন। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া প্রমুখ।