মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল রোববার স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। নবাগত গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন প্রথম এই সভায় যোগদান করেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহামুদুল হক শাহজাদা, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় সাত উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এই অবস্থা ধরে রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভয় শিশু ও নারী পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং যানজট নিরসনে কতিপয় সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়া ফোরলেন বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা আছে তা সমাধান করে অবশিষ্ট কাজ দ্রুত বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com