বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
স্টা রিপোর্টারঃ গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা গতকাল রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, পৌর প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, গাইবান্ধা র্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা মার্কেটিং অফিসার, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, রণজিত বকসী সূর্যসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ।
সভায় আইন শৃংখলার উন্নয়ন, শহরের যানজট নিরসন, মোবাইল কোর্ট পরিচালনা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা, বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশি¬ষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।