রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক দারিয়াপুরে বাম জোটের সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা গানাসাসের নাটক সংগীত নৃত্য ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা গানাসাসের নাটক সংগীত নৃত্য ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর উদ্যোগ গত শনিবার রাতে সংস্থার নিজস্ব মিলনায়তনে নাটক সংগীত নৃত্য ও আবৃত্তি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেল প্রশাসক মোঃ আবদুল মতিন এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন জেলা আ’লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম গোলাপ, গানাসাস সহ সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম খোকন, হাসান মাহামুদ সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আবু জাফর সাবু, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, শাজাহান খান আবু, আফরোজা বেগম লুপু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপনায় ছিলেন শাহনাজ মুন্নী। অনুষ্ঠানে প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেয়া হয়। তারা হলেন নাটকে দেবাশীষ দাশ দিপু, সংগীত আফরোজা বেগম লুপু ও রওশন আরা সোহেলী, নৃত্যে স্বপন সাহা, সিরাজুল ইসলাম সোনা ও মেজবাহুল হক মিঠু এবং আবৃত্তি প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন গৌতমাশিস গুহ সরকার ও নজরুল ইসলাম রাংগা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন তার বক্তব্যে এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন এবং বলেন মান সন্মত প্রশিক্ষণের মাধ্যমে নাটক সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডের বিকাশ ঘটানো একান্ত অপরিহার্য।
সবশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে জাফরিন, বিউটি, লুপু, সোনা, রাংগা প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com