শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন গাইবান্ধার উদ্যেগে জেলা সদরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের মান সনদ/ছাড়পত্র রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন -২০১৮ এর ৩০(৩০) ধারায় ১) মেসার্স দুলু এন্ড সন্স (পণ্য-স্কিন ক্রীম, ব্রান্ড-স্কিন শাইন, গোল্ড), পার্ক ভিউ মার্কেট, গাইবান্ধাকে ১০ হাজার টাকা জরিমানা, আলতাব স্টোর পণ্য- স্কিন ক্রীম, ব্রান্ড-স্কিন শাইন, গোল্ড, পার্ক ভিউ মার্কেট, গাইবান্ধাকে ১০ হাজার টাকা ও ইজি ফুড প্রডাক্ট (পণ্য- কেক ও চানাচুর), বালাসি রোড, গাইবান্ধাকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩ টি মামলা দায়ের করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন মৌমিতা গুহ ইভা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, গাইবান্ধা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com