সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাউথ এশিয়ান সাব রিজিওনাল কপোরেশন যা সংক্ষেপে সাসেক “সড়ক সংযোগ পকল্প- এলেঙ্গা হাটিকামরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরন শীর্ষক প্রকল্পটি ৫টি এল.এ কেসের মাধ্যমে গাইবান্ধা জেলার অংশে কমপক্ষে ১১৯ বিঘা বা ৭২.৭৯৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়। এতে জমি সহ অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতিপূরন বাবদ ১৮২,৬৯,৯০,৬০৪.০৩ (একশত বিরাশি কোটি উনসত্তর লক্ষ নব্বই হাজার ছয়শত চার দশমিক শূণ্য তিন) টাকা বরাদ্দ দেওয়া হয়। এ পর্যন্ত ৫টি এল.এ কেসে ক্ষতিপূরণ বাবদ ৮৫,০১,২৮,৮২৮.৫৩ (পচাশি কোটি এক লক্ষ আটাশ হাজার আটশত আটাশ দশমিক পাঁচ তিন) টাকা ক্ষতিগ্রস্থদের প্রদান করা হয়েছে।
এদিকে গাইবান্ধা জেলা ভূমি অধিগ্রহণ অফিসে জনবল অভাবে সাউথ এশিয়ান সাব রিজিওনাল কপোরেশন সাসেক সড়ক সংযোগ পকল্পের জমি অধিগ্রহণ কাজে ধীরগতি সৃষ্টি হলে মহাপরিকল্পনায় গৃহীত মহাসড়ক এর কাজে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
জানা গেছে সাসেক সড়ক সংযোগ পকল্প-এলেঙ্গা হাটিকামরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরন প্রকল্প বাস্তবায়েনের লক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাষকের পক্ষে এল.এ শাখা গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এলাকার মহাসড়ক সংলগ্ন কমপক্ষে ২১৯ বিঘা জমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত জমিসহ অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতিপূরন বাবদ গাইবান্ধা জেলা প্রশাসনের এল.এ শাখায় ১৮২,৬৯,৯০,৬০৪.০৩ টাকা (একশত বিরাশি কোটি উনসত্তর লক্ষ নব্বই হাজার ছয়শত চার দশকি শুণ্য তিন) টাকা ক্ষতিপূরন বাবদ বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে জেলা প্রশাসন জমি, অবকাঠামোসহ অন্যান্য ক্ষতিপূরন বাবদ পৃথক পৃথক ভাবে ক্ষতিগ্রস্থদের ৮৫,০১,২৮,৮২৮.৫৩ (পচাশি কোটি এক লক্ষ আটাশ হাজার আটশত আটাশ দশমিক পাঁচ তিন) টাকা বিল আকারে প্রদান করেন।
এদিকে পলাশবাড়ীর মহেশপুর ও বঁশকাটা মৌজা এবং সাদুল্যাপুর থানার হাসানপাড়া ও পালানপাড়া মৌজায় ০৮ ধারা জারি পূর্বক ক্ষতিগ্রস্থ জমি ও অবকাঠামোর মালিকদের নিকট হতে যথাপোযুক্ত কাগজাদী দাখিলের জন্য নোটিশ প্রদান করেছেন। অপরদিকে গোবিন্দগঞ্জ এর বুজরুক গোয়ালিয়া ও পান্থাপাড়া-পলাশবাড়ী থানার গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিনমারী ও বৈরীহরিনমারী মৌজায় অধিগ্রহণকৃত জমির জন্য ৪ ধারার নোটিশ জরি করলেও গাইবান্ধার এল.এ শাখায় জনবল সংকটের কারনে দীর্ঘদিন অতিক্রান্ত হলেও উল্লেখিত মৌজাগুলোতে এ পর্যন্ত যৌথ তদন্ত ও ৭ ধারার কোন কাজ করা সম্ভভ হয়নি। জানা গেছে এ শাখায় একজন নির্দিষ্ট (পার্মানেন্ট) ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, অতিরিক্ত একজন সার্ভেয়ার ও একজন কানুঙ্গ জরুরী প্রয়োজন হয়ে পড়েছে।
অন্য এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে চিলমারী থেকে সাদুল্যাপুরে ধাপেরহাট সড়কের সম্প্রসারন কাজের প্রয়োজনে জরুরী ভিত্তিতে ঐ সড়ক সংলগ্ন ১০৪ একর জমি অধিগ্রহণ পূর্বক ৬ ধারা ও ৭ ধারার কাজ চলমান অবস্থায় রাখতে গাইবান্ধা জেলা এল.এ শাখা অধিকতর ব্যাস্ত থাকায় এবং অফিসে জনবল সংকটের কারনে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী অংশে ০৭ মৌজায় যৌথ তদন্ত ও ০৭ ধারার কাজের গতি মারাত্মকভাবে মন্থর হয়েছে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে আগামী জুলাই মাসের মধ্যে ঝিমিয়ে পড়া কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।