সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ওইসব ব্যক্তিদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ৯৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, আজ রোববারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে।