রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার এক সভা গত শুক্রবার সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানার ওসির বদলী আদেশের ১৫দিন পরেও স্বপদে বহাল থাকায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে তারা দাবি করেন, অবিলম্বে দায়ি পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। তারা হাসান হত্যা মামলার এজাহারভূক্ত অপর আসামীদের অবিলম্বে গ্রেফতার ও হাসান হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরি খোকন, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মোস্তফা মনিরুজ্জামান, কাজী আবু রাহেন শফি উল্যাহ খোকন, মৃণাল কান্তি বর্মণ, এ্যাডঃ আশরাফ আলী, জাহাঙ্গীর কবীর তনু প্রমুখ।