মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপার্টারঃ গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার বিচারের দাবিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জেলা সিপিবি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের নেতা মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা মৃণাল কান্তি বর্মণ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, বাসদ (মার্কসবাদী)’র মাসুদা আক্তার, ছাত্র ইউনিয়ন সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বদলী আদেশের ১মাস অতিবাহিত হলেও সদর থানার ওসি কিভাবে স্বপদে বহাল থাকেন। তারা হাসান হত্যার সাথে জড়িত পুলিশসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফাতার এবং হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের ৪দফা বাস্তবায়নের দাবি জানান।