রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা উপ-মহাসড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা রাস্তায় ছিটকে পড়ে আনারুল ইসলাম রবিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম গাইবান্ধা শহরের বোর্ড বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধা শহরে ফিরছিলেন রবিন। পথে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ওপর পিছলে যায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়েন আনারুল। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।