শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী স্টল, প্রামান্য চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ শামস-উল আলম হীরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ। পরে মুক্তিযুদ্ধভিত্তিক ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিভিন্ন বিভাগীয় এবং ডিজিটাল পদ্ধতির বিষয়ে ৮০টি স্টল স্থান পেয়েছে।