মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় শাখার উপ-পরিচালক মোছাঃ রোখছানা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ আব্দুল্যাহ হারুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছা: নার্গিস আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মাহামুদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় ৪২টি সেলাই মেশিন ও ২২ জন দুঃস্থ ও অসহায় নারীদের মধ্যে দুই হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।