শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আগামী ১৬ জানুয়ারী গাইবান্ধা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পদচারণায় গাইবান্ধা শহর মুখরিত হলেও ভোটারদের মধ্যে নেই নির্বাচনী আমেজ। প্রার্থী থেকে শুরু করে সাধারণ ভোটার সকলেরই এক দাবি সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশে ভোটধিকার প্রয়োগের নিশ্চয়তা। তাই অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপিপি প্রদান করেছেন গাইবান্ধা পৌরসভার সচেতন ও শান্তিপ্রিয় সাধারন নাগরিকবৃন্দ।
গতকাল শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে সমবেত হন তারা । এরপর পৌরসভার সাধারন ভোটারদের পক্ষে ৬ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনকে স্মারকরিপি প্রদান করেন।