মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১২:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টাঃ কর্মক্ষেত্র, গণপরিবহনসহ সকল স্থানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নারীর প্রতি যৌন নিপীড়ন, অবমাননা, বৈষম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নারী শাখার উদ্যোগে গাইবান্ধা শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৩টায় শহরের ১নং রেল গেইট থেকে পদযাত্রা শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব, প্রতিভা সরকার ববি, মিতা হাসান, রেহেনা বেগম, বনা রানী, মেহেরুন মুন্নি প্রমুখ।