শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কর্তৃক কাস্তে প্রতীকের প্রার্থীর উপর হামলা, পথসভায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বাধাদান, ভোটাদের ভয়ভীতি প্রদর্শন ও সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি।
গতকাল শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, যুব নেতা রানু সরকার প্রমুখ।