শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কলমাকান্দায় কমিউনিস্ট পার্টির জনসভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের ১নং রেল গেইট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ স¤পাদক অ্যাডঃ মুরাদ জামান রব্বানী, স¤পাদক মন্ডলীর সদস্য আসোয়াদ আলী, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, জাহাঙ্গীর আলম প্রমুখ।