বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের দুঃশাসন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দ্বিদলীয় বৃত্তের বিপরীতে বাম বিকল্প রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আহবানে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে গতকাল গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়। পরে ১নং রেল গেইটে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মশিউর রহমান মইশ্যাল, পংকোজ সরকার, ওয়ারেছ সরকার প্রমুুখ। বক্তারা ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com