মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাঁদাবাজ, দুর্নীতিবাজ ক্যাসিনো ঘুষ, দখলদার গডফাদার, সন্ত্রাসীদের রাজত্ব গুড়িয়ে দেয়ার দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি পংকোজ সরকার প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ক্যাসিনো, ঘুষ, দখলদার গডফাদার, সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে এদের সমস্ত অপকর্মের রাজত্ব¡ গুড়িয়ে দেয়ার দাবি জাানান।