শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ও বন্যায় বিপন্ন শিক্ষাজীবন রক্ষায় একাদশ শ্রেণির ভর্তিতে কোন প্রকার ফি নির্ধারণ না করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এক বছরের বেতন ফি ও হল-হোস্টেল-মেসভাড়া সরকারিভাবে পরিশোধ করার দাবিতে গতকাল রোববার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শামিম আরা মিনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সংগঠক ওয়ারেছ মন্ডল রাঙ্গা, রাশেদিন ইসলাম প্রমুখ।