বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধায় অসহায়, হত দরিদ্র, দুঃস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরাম ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে পাচশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ঘাঘট পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শফিউল ইসলাম, সাধারন সম্পাদক আকরামুল হক রাঙ্গা, জেলা শাখার সদস্য মোঃ আলী খান, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এম আর মুকুল মাসুদ, জেলা শাখার সদস্য মোঃ মাহবুবুর রহমান বাবু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব ইসলাম, চ্যানল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মামুন, গনমানুষের খবর পত্রিকার সহ সম্পাদক মোঃ শাহীন মিয়া, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জিয়াউল হক জনি প্রমুখ।