শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত কয়েকদিনের শৈত্য প্রবাহ ও সূর্যের মুখ দেখা না যাওয়ায় গাইবান্ধার সর্বত্র তীব্র শীত ও কনকনে ঠা-ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
গতকাল মঙ্গলবারও জেলার উপর দিয়ে শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় দিনভর ঘন-কুয়াশার চাদরে ঢেকে থেকেছে প্রকৃতি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে টিপ টিপ বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকায় বাড়ছে শীতের প্রকোপ। এই পরিস্থিতিতে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছে জেলার নদ-নদীর অববাহিকার ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী অতিদরিদ্র মানুষজন। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে কাজ করতে পারছে না। সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকের ভাগ্যে সেগুলো মিলছে না। অপরদিকে কয়েকদিনের শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে।
গাইবান্ধা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আকাশে মেঘ থাকায় শীতের তীব্রতা থাকছে। শৈতপ্রবাহ আরও দু-তিন দিন বিরাজ করতে পারে।