সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের বিভিন্ন স্কুলের ২০০২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১০৫ জন শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহানা বানু।
জেলা শহরের ফকিরপাড়া, ব্রীজরোড কালিবাড়ীপাড়া, ডেভিড কোম্পানীপাড়া, পশ্চিমপাড়া, থানাপাড়া, তিন গাছেরতল ও খোলাহাটীসহ বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২০০২ ব্যাচের নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, রাকিব হাসান রোজ, সোহেল আলম বাবু, রাকিবুজ্জামান মিলন, নাসির উদ্দিন, শাহারুখ খান রাসেল, নুর মোহাম্মদ, ফয়সাল আহম্মেদ নির্ঝর, তৌহিদুল ইসলাম বিমান প্রমুখ।