বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আ’লীগ, পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শহীদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর- দালালরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু আজকের শহীদদের স্মরন করতে হবে। তারা যে আর্দশ রেখে গেছেন এদেশের মানুষের জীবনমান উন্নয়ন এর জন্য সেই মুক্তিযুদ্ধের আর্দশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে। এছাড়া দিবসটি উপলক্ষে গাইবান্ধা প্রেস ক্লাব দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে।
এদিকে জেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগাঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।