শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন

গাইবান্ধায় ল্যাপটপ বিতরণ

গাইবান্ধায় ল্যাপটপ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ডাক টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার গাইবান্ধায় প্রশিক্ষণপ্রাপ্ত ও সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রেজাউল করিম, প্রোগ্রামার তৌফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতোসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com