শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের পঞ্চম দিনে ৮০ টি মামলায় ৬৮ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এরমধ্যে সদর উপজেলায় ২৫ টি মামলায় ১৯ হাজার টাকা, পলাবাড়ীতে ৬ টি মামলায় ২৬০০ টাকা, গোবিন্দগঞ্জে ১০ টি মামলায় ১৭ হাজার ১৫০ টাকা, ফুলছড়িতে ৪ টি মামলায় ৩৩০০ টাকা, সাঘাটায় ২০ টি মামলায় ১৪৪০০ টাকা , সাদুল্লাপুরে ৮ টি মামলায় ৮৪০০ টাকা ও সুন্দরগঞ্জে ৭ টি মামলায় ৫৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ৪ দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জরিমানা আদায় করা হয় । এরমধ্যে প্রথম দিন গত বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন গত শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০ টাকা, তৃতীয় দিন ৯০ মামলায় ৬২৯০০ টাকা, চতুর্থ দিন ১০৩ টি মামলায় ৮৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।