রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রষ্ঠিতা বাষিকী উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানরে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মাঈনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর থানা বিএনপির আহ্বায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ,জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,রিপন, আহমেদ সেকেতুর রব অনিক, খন্দকার জাহেদুন্নবী তিমু, মুশফিকুর রহমান রিপন, আহমেদ কবির শাহিন, ইউনুস আলী দুখু, খন্দকার আল-আমিন, খন্দকার ফরিদুল , গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, আতাউর রহমান, হাবিবুর রহমান হাবিব, আব্দুর রহমান, নজরুল ইসলাম নান্টুসহ বিভিন্ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।