সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল রামচন্দ্রপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে গলদা কার্প জাতীয় মিশ্র চাষ প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুদ দাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, মৎস্য চাষী মানস সরকার, লিফ রকিবুল হাসান, আতাউস সামাদ, ন্যাশনাল সার্ভিসের গোলাম রব্বানী প্রমূখ।
অনুষ্ঠানের আগে পুকুরে জাল টেনে মাছের ফলাফল প্রদর্শন করা হয়। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিস ওই মাঠ দিবসের আয়োজন করে।