শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার সুনিশ্চিত ও সরকারি-বেসরকারি সকল উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে গত সোমবার গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে জেলার হরিজন সম্প্রদায়ের লোকজন মুখে কালো কাপড় বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়।
বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় আহবায়ক রাজেশ বাসফোর, বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি কীর্ত্তন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সোহাগ বাসফোর প্রমুখ।