সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন ও ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি মোঃ নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক আবু হাসান লিয়ন, রবিউল ইসলাম রাকিব, রাকিব শাহরিয়ার, হাফেজ মারুফ বিল্লাহ, জাকিরুল করিম হিরন, মোঃ ওয়ালিদ সরকার, হাসান ইমন প্রমুখ।