সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনাকালীন গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং এনজিও ঋণ মওকুফ ও মহাজনী সুদ কারবার বন্ধসহ ৬দফা দাবী বাস্তবায়নে গতকাল রোববার শহরের ১নং রেলগেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর উল্লেখিত দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাষীনি দেবী, সাধারন স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক লীজা উল্যা রাহেলা সিদ্দিকা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, করোনা ভাইরাস গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, ভাবিয়ে তুলছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার যৌক্তিকতা। ভাইরাস প্রতিরোধে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি আরও নাজেহাল জনজীবন।