সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাঁদা না দেয়ায় হরিজন সম্প্রদায়ের রাজেশ বাসফোরকে মারপিটের ঘটনায় জড়িত বখাটেদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা সুইপার কলোনীর হরিজনদের উদ্যোগে মানববন্ধন, স্থানীয় পৌরগেটের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। আধাঘন্টাব্যাপী সড়ক অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে। এসময় পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন ঘটনার সাথে জড়িতদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন হরিজন সম্প্রদায় সংগঠনের জেলা সভাপতি কীর্ত্তন বাসফোর, সংগঠনের পৌর সভাপতি সন্তোষ বাসফোর, রাজেশ বাসফোর, দীলিপ বাসফোর, মতিলাল বাসফোর, শ্রী কালা বাসফোর, সুজন বাসফোর, তেজিয়া বাসফোর ও জোসনা বাসফোর।