শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৫ দফা দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে। বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে কর্মচারীরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা, সহ-সভাপতি মায়াধর চ্যাটার্জী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মাসুদ, যুগ্ম সম্পাদক সুমন কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ মিয়া, গোলাম রব্বানী, হাফিজার রহমান বাদল, হারুন অর রশিদ, শাহ আলম, সনজু কুমার প্রমুখ।