বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন

গাইবান্ধায় মাদক মামলায় এক জনের মৃত্যুন্ডাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় এক জনের মৃত্যুন্ডাদেশ

স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পারভেজ মিয়া (৩১) নামে এক জনের মৃত্যুদ- ও তার ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক। এই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দেয়া হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে হিলিগামী সাম্য রাজা-১ নামে একটি বাসে অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার পারভেজ মিয়ার কাছে থাকা একটি টিস্যু ব্যাগে ৪৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেন। এসময় বাসে থাকা অপর আসামী মোঃ আফাজ উদ্দিনকেও আটক করে র‌্যাব। পরে আসামীদের দেওয়া তথ্যে অপর দুই আসামী দুদু মিয়া ও সাইদুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের ডিএডি জাহিদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১৫ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর অ্যাডঃ ফারুক আহম্মেদ প্রিন্স সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com