শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ন

গাইবান্ধায় মাদক ব্যবসায়ির ১০ বছরের সশ্রম কারাদন্ড

গাইবান্ধায় মাদক ব্যবসায়ির ১০ বছরের সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। গতকাল রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের আব্দুল গফুর সরকার ওরফে চেংটু ব্যাপারীর ছেলে।
রায় সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর বিকেলে মাদক ব্যবসায়ি জহুরুল ইসলাম তার শরীরের বিভিন্ন স্থানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় গাইবান্ধা শহরের পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার পথরোধ করে তল্লাসী চালায়। এসময় তার দেহ তল্লাসী করে পুলিশ ইয়াবাসহ জহুরুলকে আটক করে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com