সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

গাইবান্ধায় মহিলা দলের সড়ক অবরোধ অটোরিকশা ভাঙচুর

গাইবান্ধায় মহিলা দলের সড়ক অবরোধ অটোরিকশা ভাঙচুর

স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে গতকাল গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সুন্দরগঞ্জ সড়কের কদমতলী এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
বিক্ষোভে গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন মহিলা দলের নেত্রীরা। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।
এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, দুপুরের দিকে শহরের কদমতলীতে অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। অবরোধকে ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com