সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং শিক্ষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিচালক মোঃ হামিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, গাইবান্ধা সরকারি কলেজের সহকারি অধ্যাপক রজত কুমার সাহা, সাংবাদিক সরকার শহিদুজ্জামান, জেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক দীপক কুমার পাল, সুদেব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী। অনুষ্ঠানে ৫ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থীকে তাদের সাফল্যজনক কার্যক্রমের জন্য পুরস্কৃত করা হয়।