শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরের সান্দার পট্টিতে কারেন্টজাল বিরোধী এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মোঃ শহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ কারেন্ট জালের ব্যবসা করার দায়ে শহিদুল ইসলামের কাছে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে কারেন্ট জালগুলো সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে জনসমুখ্যে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় মানাস নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ২টি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মজিবর রহমানসহ মৎস্য অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্য।