শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনায় মৃত্যু ও শনাক্তের মধ্যেও গাইবান্ধায় ভেঙে পড়েছে লকডাউন। গাইবান্ধা জেলা শহরের প্রতিটি রাস্তায়, শহরতলি ও বিভিন্ন উপজেলার সাথে সংযোগ সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোবাইক, সিএনজি চালিত অটোরিক্সা, মটর সাইকেলসহ সব ধরনের যানবাহন অবাধে চলছে। শহরের স্টেশন রোডের জুতা ও পোশাকের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা চলছে। যানবাহনের চাপে পুরাতন বাজার থেকে বাস টার্মিনাল পর্যন্ত ডিবি রোডে ভয়াবহ জানযট সৃষ্টি হয়। পথচারীদের চরম দুর্ভোগের কবলে পড়তে হয়।
বিভিন্ন এলাকা থেকে জেলা শহরের প্রবেশ পথে পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাদের কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। ফলে ব্যাপক হারে মটর সাইকেলসহ অটোবাইক, অটোরিক্সার চলাচল অব্যাহত ছিল। এছাড়া অধিকাংশ অটোবাইক, মটর সাইকেল চালক, পথচারী, অটোরিক্সা ও রিক্সা চালকদের মুখে মাস্ক দেখা যায়নি। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে যানবাহন চলাচল করায় ও দোকানপাট খোলা থাকায় করোনা সংক্রমণের আশংকা বাড়ছে।