শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গবেষণালব্ধ ফলাফল ভিত্তিক গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের শীর্ষক এক সেমিনার গতকাল রোববার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল বারকাত প্রণীত বাংলাদেশের ভূমি আইনের বাস্তবায়ন সমস্যা শীর্ষক মূল গবেষণা পত্রটি পাঠ করেন গবেষণা টিমের সহযোগী গবেষক গাজী মোঃ সারওয়ার।
গাইবান্ধার ভূমিহীন সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র উদ্যোগে এবং হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচবিআরসি) এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘নিজেরা করি’ রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম দে এর সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাঘাটা ভূমিহীন সমিতির সভাপতি জসিম উদ্দিন।