রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ভুল চিকিৎসায় নবজাতক শিশু মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার ওই নবজাতক শিশুর জম্ম হয়। বিকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটির অক্সিজেন মাস্ক খুলে শরীরে স্যালাইন পুশ করা হয়। অক্সিজেন মাস্ক খুলে শরীরে স্যালাইনের মাত্রা বাড়িয়ে দেয়ায় শিশুটি নিস্তেজ হয়ে পড়লে কর্তৃব্যরত নার্সদের অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এর কিছুক্ষনের মধ্যে শিশুটির মৃত্যু হয় বলে জানান স্বজনরা। গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এম তানভীর রহমান বলেন শিশুটির অবস্থা আগে থেকেই সংকটাপুন্ন ছিল, তবে ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেন।
মৃত নবজাতকটি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামের রাজু মিয়ার ছেলে।