মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা পৌরসভার আয়োজন গতকাল শনিবার সকালে পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুর রহমান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর রায়হানা ইসলাম, পৌর কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জুন থেকে ১৯ জুন দুই সপ্তাহব্যাপী গাইবান্ধা পৌর এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খেতে পারবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১টি রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খেতে পারবে৷ শহরের পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে ১০ হাজার ৫৫৩ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী মোট ১ হাজার ২৩৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯হাজার ৩১৫ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে ১১৬ জন স্বেচ্ছাসেবী এবং ১২জন সুপারভাইজার মাঠে কাজ করবেন।