রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন একটি শিশুর মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মুখে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আ.ম. আখতারুজ্জামান প্রমুখ। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮২ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৩ লাখ ৩ হাজার ১৭১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ মোট ৩ লাখ ৩৬ হাজার ৯৫৩ জনকে ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ২ হাজার ৩৩টি কেন্দ্রে মোট ৪ হাজার ৫৭৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।