শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণের কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার গতকাল শনিবার দিনব্যাপী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এবং ফুলছড়ির বালাসীঘাট ও তিস্তামুখঘাটে ব্রহ্মপুত্রের বালুচরে ঐতিহ্যবাহী অষ্টমী মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বালুচরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাদেবীর পূজার আয়োজন করা হয়। ভোর থেকেই বিপুল সংখ্যক হিন্দু পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদে স্নান সেরে গঙ্গা দেবীর পূজা অর্চনা করে। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথির দিনেই এই অষ্টমী মেলা ও গঙ্গা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে ব্রহ্মপুত্রের বালু চরে গ্রামীণ ঐতিহ্যবাহী চারুকারু পণ্য, মাটির খেলনা, প্ল¬াস্টিকের সামগ্রী, বড় আকারের মাছ, ফলমূল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য দোকান বসে। এছাড়া শিশু-কিশোরদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন খেলারও আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মেলা উপভোগ করেন। উল্লেখ্য, করোনার কারণে গত দু’বছর এই অষ্টমী মেলার আয়োজন বন্ধ ছিল।